সেক্টর কমান্ডারস্ ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক পদে পুনঃনির্বাচিত বেদার


চট্টগ্রাম : সেক্টর কমান্ডারস ফোরাম কেন্দ্রীয় কমিটিতে পুনরায় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠক ও প্রগতিশীল রাজনীতিক বেদারুল আলম চৌধুরী বেদার।

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সামাজিক সংগঠন সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১ এর ষষ্ঠ জাতীয় সম্মেলনে বেদারুল আলম চৌধুরী বেদার ২য় বারের মতো সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে সংগঠনটির চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে পুনরায় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সংগঠনের চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মোহাম্মদ সেলিম চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস‍্যবৃন্দ।