চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। নিহত রাশেদা বেগম (৩৬) আমিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
শনিবার বিকেল সাড়ে ৪টায় আমিরাবাদ রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, শাহ আমিন সার্ভিসের একটি বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে রাশেদা বেগম নিহত হয়েছেন। আমিরাবাদ মল্লিক চোয়াং চৌধুরী পাড়ার এলাকার বাসিন্দা রাশেদা বেগম টমটমের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো চার জন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
