ইসরায়েলে পৌঁছেছে মার্কিন সামরিক সরঞ্জাম


আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক সরঞ্জাম বহনকারী প্রথম বিমানটি সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের নেভাটিম এয়ারবেসে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য দিয়েছে। অপরদিকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছে হামাস।

ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, “আমাদের দুই দেশের (ইসরায়েল-আমেরিকা) সামরিক বাহিনীর মধ্যেকার সহযোগিতা যুদ্ধের সময়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”

এছাড়া বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপও পূর্ব ভূমধ্যসাগরে এসেছে।

অপরদিকে হামাস মার্কিন নীতির সমালোচনা করেছে। তারা আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বিবৃতিকে “কঠোরভাবে” প্রত্যাখ্যান করেছে। হামাস বলেছে, জো বাইডেনের এ মন্তব্য মূলত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপরাধ ও উগ্রবাদ ঢাকার প্রচেষ্টা।

এ ফিলিস্তিনি সংগঠনটি আমেরিকার প্রেসিডেন্টের সর্বশেষ বিবৃতিকে ধ্বংসাত্মক বলে সমালোচনা করেছে। তারা বলেছেন, বাইডেন হামাসকে একটি “উগ্রবাদী” সংগঠন হিসেবে বর্ণনা করেছিলেন। তার মতে, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে দাঁড়ায়নি ফিলিস্তিনি সংগঠনটি।

জবাবে হামাস বলেছে যে বাইডেনের বিবৃতি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে। পুরো বিশ্বের সামনে ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যার বিষয়ে তিনি কিছুই বলেননি।

এ ফিলিস্তিনি সংগঠনটি বলেছে, ইসরায়েলের নীতিগুলো গাজার ২০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে সম্মিলিত শাস্তি। এটা সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও নিয়মাবলীর স্পষ্ট লঙ্ঘন।

হামাস আমেরিকার প্রশাসনকে “তার অবস্থান পুনর্বিবেচনা করার এবং ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে নেওয়া বিভিন্ন মার্কিন নীতি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

সূত্র : আল-জাজিরা, বিবিসি