হাসপাতালে এত বড় হামলা নজিরবিহীন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা


আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বিমান হামলাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অবিলম্বে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতের হামলার পর ডব্লিউএইচওর প্রধান তেদরস আধানম গেব্রিয়াসুস এক বিবৃতিতে বলেন, গাজার আল-আহলি আবর হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো হাসপাতালে এত বড় হামলা নজিরবিহীন।

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আবর হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ৫০০ এর বেশি মানুষ নিহত হয়। আহত হয় আরও কয়েক শত।

একই হামলায় পার্শ্ববর্তী জাতিসংঘের একটা স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও অন্তত ৬ জন নিহত হয়েছে। স্কুলটিতে বর্তমানে কয়েক শত উদ্বাস্তু আশ্রয় নিয়েছে।

আল-আহলি আবর হাসপাতাল ব্যাপটিস্ট হাসপাতাল নামেও পরিচিত। জেরুজালেমের এপিস্কোপাল ডায়োসিস বা স্থানীয় অ্যাংলিকান খ্রিস্টান সম্প্রদায় এটা পরিচালনা করে।

কে হামলা করেছে

গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে কে হামলা করেছে তা নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরকে দুষছে।

হামলার পরপরই এক প্রতিবেদনে ইসরায়েল ওই হাসপাতালে হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছিল রয়টার্স। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ধারণা ছিল ওই হাসপাতালে হামাসের অনেক আহত যোদ্ধা চিকিৎসা নিচ্ছিল।

কয়েকটি সূত্র বলছে, ওই হাসপাতালে হামাসের কিছু যোদ্ধা চিকিৎসা নিচ্ছিল ঠিক। কিন্তু সেখানকার রোগীদের সিংহভাগ ছিল বাস্তুচ্যুত সাধারণ মানুষ। হতাহতের অধিকাংশ নারী ও শিশু।

সূত্র : রয়টার্স