২৫৬ রানে থামল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : শেষ দিকে দারুণ ব‍্যাটিং করা মাহমুদউল্লাহকে পঞ্চাশের আগেই ফেরালেন জাসপ্রিত বুমরাহ। বাংলাদেশও থমকে গেল আড়াইশ পেরিয়েই।

সাতে নেমে ৩৬ বলে তিনটি করে ছক্কা ও ৪৬ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। বড় শটের সন্ধানে থাকা অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করে দেন বুমরাহ।

ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলকে ২৫৬ রানে নিয়ে যান শরিফুল ইসলাম।