
ঢাকা : বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ‘বিশেষজ্ঞ দল’ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার ইইউর এ সংক্রান্ত চিঠি পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠির উদ্ধৃতি দিয়ে ইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী ২১ নভেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত তারা সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে অবস্থান করবেন। চার সদস্যের প্রতিনিধিদল ভোট পর্যবেক্ষণ করবে; তাদের সঙ্গে থাকবেন টেকনিক্যাল টিমের দুই সদস্য।
নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান বলেন, আগামী নির্বাচন পর্যবেক্ষণে চার সদস্যের ‘ইলেকশন এক্সপার্ট মিশন’ পাঠাবে ইইউ। নির্বাচন কমিশন এ সংক্রান্ত একটি কূটনৈতিক পত্র পেয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, নির্বাচনের তফসিলের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা দেশে অবস্থান করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক একটি দল গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে। সফরকালে তারা নির্বাচন কমিশনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে। প্রাক-নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণের পর গত ১৯ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে একটি চিঠিতে ইইউ জানিয়েছিল, বাজেটস্বল্পতার কারণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না। চিঠিতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার নয় যে নির্বাচনের সময় সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়
শর্তাবলীয় পূরণ হবে কি না। তবে তারা পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও সরকার ও নির্বাচন কমিশনকে অন্যান্যভাবে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা দেবে এবং যোগাযোগ অব্যাহত রাখবে। এরপর সিইসি ২৩ সেপ্টেম্বর চিঠির জবাবে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়ে সহায়তা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। ইইউকে দেওয়া সিইসির চিঠিতে বলা হয়েছিল, আগের মতো সবসময় যে সহযোগিতা পেয়ে এসেছি, তা যেন অব্যাহত থাকে। আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ছোট পরিসরে হলেও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক টিম নির্বাচনে থাকবে।
