চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থানার কুয়াইশ মোড় থেকে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে চার ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি ওয়ান শ্যুটার গান এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয় তাদের বহনকারি সিএনজি অটোরিকশা।