
খেলাধুলা ডেস্ক : পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে শেষ মুহূর্তের নাটকীয়তায় সুপার ওভারে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। এ জয়ে সিরিজে সমতায় ফেরে টাইগ্রেসরা। ফলে আজকের তৃতীয় এবং শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়ায়। গুরুত্বপূর্ণ এ ম্যাচে আজ সকালে মিরপুরে টসে জিতে পাকিস্তান আগে ব্যাটিং নেয়ার পর নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ গড়ে। পরে লক্ষ্য তাড়া করতে নেমে দুই টাইগ্রেস ওপেনারের রেকর্ড ওপেনিং জুটিতে হেসেখেলে ৭ উইকেটের দুর্দান্ত জয়ে ইতিহাস গড়ে সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল টাইগ্রেসরা।
পাকিস্তানের দেয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ টাইগ্রেসদের সূচনাটা হয়েছে দুর্দান্ত। দুই ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন মিলে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়েছেন। দুই ওপেনার মিলে টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ১২৫ রানের রেকর্ড ওপেনিং জুটি গড়ে যা এর আগে ছিল ১১৩ রানের।
দুই ব্যাটারের এই রেকর্ড জুটিতে সহজেই জয়ের ভীত পেয়ে যায় বাংলাদেশ। শেষ দিকে দুইজনই তাদের অর্ধশতক পূরণ করেন। পাকিস্তানি বোলাররা শেষ দিকে তিন উইকেটের পতন ঘটিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়।
চতুর্থ উইকেট জুটিতে সুবহানা মুস্তারি ও নিগার সুলতানার পার্টনারশিপে ৪৬তম ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার ফারজানা হক।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানি নারীরা। দুই ওপেনার মিলেই স্কোরবোর্ডে তুলেন ৬৫ রান। তবে বিশ তম ওভারে নাহিদা আক্তারের বলে সাদাফ শামস লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হলে আর এ জুটি বড় হয়নি।
এরপর ক্রিজে আসা মুনীবা আলীকে নিয়ে ২৮ রানের একটি জুটি গড়েন আরেক ওপেনার সিদ্রা আমিন। এ জুটিও আর বড় হতে দেননি স্বর্ণা আক্তার। মুনীবা ফেরার পর বাংলাদেশের বোলারদের তোপে মুখে পড়ে পাকিস্তানি ব্যাটাররা।
দলীয় ৯৩ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তানিরা। একপ্রান্তে আসা-যাওয়ার খেলা চলতে থাকলেও অপরপ্রান্তে ঠিকই রানের চাকা ঘুরাচ্ছিলেন ওপেনার সিদ্রা আমিন। একে একে সবাই আউট হলেও তিনি শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। তার অপরাজিত ৮৪ রানের সুবাদেই ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বাংলাদেশ বোলারদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।
৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ওপেনার ফারজানা হক। অপরদিকে তিন ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছে স্পিনার নাহিদা আক্তার।
