ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল আজ

খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপে নিজেদের মাটিতে গ্রুপ পর্ব শেষে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে ভারত। এ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে নকআউট পর্ব নিশ্চিত করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ চারে বাড়তি চাপ ভারতের ওপরই থাকবে বলে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন। তবে দুদলের লক্ষ্য ম্যাচটি ফাইনাল।

ম্যাচটি শুরু আজ বুধবার হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। গ্রুপ পর্বে ৯ ম্যাচে শতভাগ জয় নিয়ে যদিও বাড়তি আত্মবিশ্বাসী রোহিত শর্মার দল। তাছাড়া তারকা ব্যাটার বিরাট কোহলি আসরে এখনো সর্বোচ্চ ৫৯৪ রান সংগ্রহ করেছেন। অধিনায়ক রোহিত ৫০৩ রান নিয়ে খুব একটা পিছিয়ে নেই। তাদের সঙ্গে ফাস্ট বোলিং লাইনআপে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শমি প্রত্যেকেই রয়েছেন দুর্দান্ত ফর্মে।

একটি দলের সফলতার পেছনে ভাগ্য যদি কিছুটা হলেও সহায়ক ভূমিকা পালন করে থাকে, তবে সেটা এবারের বিশ্বকাপে ভারতের জন্য একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। টুর্নামেন্টের মাঝপথে ছন্দে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে কপাল খুলে যায় শামির। অভিজ্ঞ এ পেসার দলে ফিরে ৫ ম্যাচে ১০-এরও নিচে গড়ে এরই মধ্যে ১৬ উইকেট দখল করেছেন। পেস বোলারদের সঙ্গে স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব নিয়মিত উইকেট তুলে নিয়ে ভারতকে এগিয়ে নিচ্ছেন।

নিজ মাটিতে ২০১১ সালে সর্বশেষ মুম্বাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল ভারত। তৃতীয় শিরোপার জন্য দীর্ঘ অপেক্ষার পর আবারো ঘরের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ভারতের সামনে এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। কোনো টুর্নামেন্টে সর্বশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত।

এদিকে শেষ দুই বিশ্বকাপে ফাইনালে পরাজিত দল নিউজিল্যান্ড, এবারের আসরে প্রথম ৪ ম্যাচে জয়ী হওয়ার পর টানা ৪ ম্যাচে পরাজিত হয়। মুম্বাইয়ে গতকাল অনুশীলনের আগে গণমাধ্যমের কাছে ফার্গুসন বলেন, ‘আমাদের দুই দলকেই আবারও শূন্য থেকে শুরু করতে হবে। এ ম্যাচটি ভিন্ন একটি ম্যাচ, নতুন দিন, আশা করছি চ্যালেঞ্জটা ভালোই হবে।’

৪ বছর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে ম্যানচেস্টারে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতকে ১৮ রানে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়েছিল। বৃষ্টির কারণে ম্যাচটি রিজার্ভ ডেতে গড়িয়েছিল। এ পর্যন্ত ১৩টি বিশ্বকাপে নিউজিল্যান্ড নবমবারের মতো সেমিফাইনালে খেলছে। ফার্গুসন বলেন, ‘সে সময়ের অনুভূতি সত্যিই আমাদের জন্য বেশ আনন্দের ছিল। কিন্তু ৪ বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি।’