সেমিফাইনাইল ম্যাচে বসছে তারকার মেলা

খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপের ১ম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ (১৫ই নভেম্বর) দুপুরে মাঠে নামছে দুই দল। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউইদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। তাই ভারতের কাছে এই ম্যাচটি অনেকটা প্রতিশোধের মতো।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে মুম্বাইতে বসছে তারার মেলা। কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে ফুটবল কিংবদন্তিরা পর্যন্ত এদিন মাঠে বসে দুই দলের মহারণ দেখবেন।

তারকাদের মেলায় রয়েছেন সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম। যিনি কিনা বর্তমানে মেসির ক্লাব ইন্টার মিয়ামির অর্ধেক মালিক। এছাড়াও শচিন টেন্ডুলকার, রজনীকান্ত, নিতা আম্বানি, সালমান খান, আমির খান, রনবির কাপুরদের মতো তারকারাও এদিন মাঠে বসে সমর্থন দিবেন ভারতকে।

বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। নয় ম্যাচের সবকটিতেই তারা জয়লাভ করে শীর্ষে থেকেই সেমিতে পা রেখেছে। অন্যদিকে, টেবিলের ৪র্থ স্থানে থেকে সেমি নিশ্চিত করলেও এই সেমিফাইনালে ভারতকে হারানোর সুখস্মৃতি থাকায় মনস্তাত্ত্বিক দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবে কিউইরা।