অস্ট্রেলিয়ার কাছে ৭ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মেলবোর্নে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হয় ম্যাচটি। ফিফা র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ২৭ ও বাংলাদেশের অবস্থান ১৮৩। বিশ্বকাপে এএফসি বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে শক্তিশালী সকারুজদের বিপক্ষে মাঠে নেমে নিজেদের সেরাটা খেলতে পারেনি বাংলাদেশ। মেলবোর্নে জামাল ভূঁইয়াদের জালে গোল উৎসব করেছে স্বাগতিকরা। টিম টাইগার্সকে প্রথম লেগের ম্যাচে দাপটের সঙ্গে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া।

মাঠে নামার আগে লাল-সবুজ প্রতিনিধির কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছিলেন বাংলাদেশের জন্য ম্যাচটি চ্যালেঞ্জ। এ নিয়ে তিনি বলেন, মেলবোর্নের আবহাওয়া বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ফুটবলারদের জন্য। ক্যাবরেরার কথা ম্যাচের শুরুতেই প্রমাণিত হয়।

প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশের উপর চড়াও হতে থাকে অস্ট্রেলিয়া। ম্যাচের চতুর্থ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন লিস্টার সিটির তারকা হ্যারি সউটার। এর পর বাংলাদেশের ফুটবলাররা যেন নিজেদেরকে হারিয়ে খুঁজেছে।

সকারুজদের ক্রমাগত আক্রমণে ম্যাচের ৪০ মিনিটের ভেতরেই আরো তিন তিনটি গোল খেয়ে বসে জামালরা। প্রথমার্ধে অধিকাংশ সময়ই নিজেদের অর্ধে পার করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার আগে অজিরা আর কোন গোল না করলে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে বাংলাদেশের জালে পঞ্চম গোলটি করেন জেমি ম্যাকলারেন। এরপর সেই প্রথমার্ধের মতো একে একে সকারুজদের গোল। ম্যাচের ৭০ ও ৮৪ মিনিটে আরো দুইটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ম্যাকলারেন। শেষ দিকে অষ্টম গোলেরও সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে পেনাল্টি পাওয়া সকারুজদের হতাশ করে দুর্দান্ত এক সেভে বল ফিরিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা।

শেষ পর্যন্ত আর গোল না হলে ৭-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।