
ঢাকা : বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠন।
শুক্রবার (১৭ নভেম্বর) বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা জানান।
এতে বলা হয়, বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের আহূত অযৌক্তিক ও গণবিরোধী হরতালের দিনে কলাবাগান এলাকায় অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যারা হঠাৎ ককটেল ছুড়ে মেরেছে, তারা আর যাই হোক কোনো শুভ শক্তি হতে পারে না। স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি, হরতাল-অবরোধ করার যাদের কোনো সামর্থ্য নেই, জনগণের সমর্থন পাওয়ার কোনো ক্ষীণতম সুযোগ কিংবা প্রকাশ্যে আসার সাহসও যাদের নেই– তারাই এই ধরনের চোরাগুপ্তা হামলার মতো হীন কার্যক্রমের মাধ্যমে জনগণের মনোযোগ আকর্ষণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সারাদেশে তারা বাস, ট্রাক, ট্রেন, গাড়ি ও নিরীহ মানুষের ওপর ক্রমাগত অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ব্যাপকভাবে সম্পদের ধ্বংস চালাচ্ছে ও মানুষকে পুড়িয়ে মারছে। তাদের উদ্দেশ্য জানমালের ক্রমাগত ক্ষতি করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বানচাল করা।
‘এরই অংশ হিসেবে তারা গত ১৬ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের ওপর আকস্মিক ককটেল হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে এই নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সচেতন ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
