শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

এসপিপত্মী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

| প্রকাশিতঃ ১২ জুন ২০১৬ | ১২:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যার ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী রাকিব উদ্দিনকে সরিয়ে নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, মামলার তদন্তকে আরও গতিশীল করতে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। পুলিশ কমিশনার মহোদয় এ নির্দেশনা দেন।

প্রসঙ্গত মিতু হত্যা ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আবু নছর গুন্নুকে গত ৯ জুন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাজী রাকিব উদ্দিন। সেসময় আদালত জানতে চেয়েছিলেন, কোন তথ্য প্রমাণের ভিত্তিতে গুন্নুকে গ্রেফতার করা হয়েছে। জবাবে তদন্ত কর্মকর্তা সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এরপর আদালত রোববার শুনানির দিন নির্ধারণ করে এ সংক্রান্ত তথ্য প্রমাণ হাজিরের নির্দেশনা দেন। এ নিয়ে শনিবার সকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন সিএমপি কমিশনার।

এর আগে গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে নগরীর জিইসি মোড় এলাকায় যাওয়ার সময় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। পুলিশের ধারণা, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভ’মিকা থাকার কারণে জঙ্গিরা তার স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দুইজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।