চট্টগ্রাম : দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১১ আসন (পতেঙ্গা-বন্দর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, মানবাধিকারকর্মী আমিনুল হক বাবু। সোমবার (২০ নভেম্বর) তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আমিনুল হক বাবু নগরের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড ছাত্রলীগের অর্থ সম্পাদক, যুবলীগের সাংস্কৃতিক সম্পদক ও আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি নগর কৃষকলীগের প্রতিষ্ঠাতা সদস্যসচিবের দায়িত্বও পালন করেছেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম নগর শাখার সভাপতি হিসেবে তিনি সাংস্কৃতিক সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি রোটারি জেলা ৩২৮২র জেলা কমিটি, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ রোগী কল্যাণ সমিতির সদস্য সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।
এছাড়া তিনি চট্টগ্রাম বোট ক্লাব, শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, চট্টগ্রাম এলিট ক্লাব ও খুলশী ক্লাবের সদস্য।
বৃহত্তর চট্টগ্রামে মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমিনুল হক বাবু করোনাকালে মানবিক হাসপাতাল প্রতিষ্ঠা করে রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগীদের বাসায় গিয়ে ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি মাস্ক, স্যানিটাইজার, দুস্থদের রান্না করা খাবার ও শুকনা খাবার বিতরণ করে ব্যাপক সুনাম কুড়ান।
