কর্ণফুলীতে বাসে আগুন, যুবদল নেতা গ্রেপ্তার


চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭

সোমবার (২০ নভেম্বর) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মো. শওকত (৩৫) শিকলবাহা ইউনিয়নের মনু মাঝির ছেলে এবং কর্ণফুলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, গত ১ নভেম্বর সকালে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার হরতাল ও অবরোধের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাসে প্রথমে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক মো. মোজাম্মেল (৬০) আহত হন।

এ ঘটনায় ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ ও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে মহাসড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতাকারীদের অর্থের যোগানদাতা ও সমন্বয়কারী হিসেবে কাজ করে আসছে বলে স্বীকার করেছে শওকত।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, থানায় হস্তান্তরের পর শওকতকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।