শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০

খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০২৩ | ৫:৩৭ অপরাহ্ন


চট্টগ্রাম : নগরীর খুলশী থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হৃদয় (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, আমবাগান এলাকা থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হৃদয় নামে এক যুবককে হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, আমবাগান এলাকায় হৃদয় নামের এক যুবক খুন হয়েছেন। তবে কী কারণে এ ঘটনা তা নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।