
খেলাধুলা ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর রীতিমতো যেন ‘বোমা ফাটিয়েছেন’ লিওনেল স্কালোনি। হুট করেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।
রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে উত্তাপ ছড়ানো ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। গ্যালারিতে দুই দলের সমর্থকদের তুমুল মারামারির কারণে ম্যাচটি শুরু হয় আধা ঘন্টা দেরিতে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৪৫ বছর বয়সী স্কালোনি ইঙ্গিত দেন, আলবিসেলেস্তের কোচের পদ ছেড়ে দিতে পারেন তিনি।
“একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম, আমার এখন বলটা থামিয়ে ভাবতে হবে। এই সময়ে আমার অনেক কিছু ভাবার আছে। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে, পুরো কোচিং স্টাফকে তারা অনেক কিছু দিয়েছে। এখন আমি কী করব, সেটা নিয়ে ভাবা প্রয়োজন।”
“এটা বিদায় বা অন্য কিছু না। তবে আমাকে ভাবতে হবে, কারণ প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে, আর এভাবে চালিয়ে যাওয়া এবং জয়ের পথে থাকাও বেশ কঠিন কাজ…তাই আমাকে ভাবতে হবে। পরে আমি বোর্ড সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। কারণ এই আর্জেন্টিনা দলের এমন একজন কোচ প্রয়োজন, যার সম্ভাব্য সবরকম প্রাণশক্তিতে ভরপুর।
এসব কথা বলার পর তিনি অন্য কোনো প্রশ্নের জবাব দেননি।
এ দিন ম্যাচের পর স্কালোনিকে অন্য কোচিং স্টাফদের সঙ্গে আবেগপূর্ণ আলিঙ্গন এবং চুম্বন দিতে দেখা যায়। একসঙ্গে ছবিও তোলেন। এই বছরে এটিই ছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ।
২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর কঠিন সময়ে আর্জেন্টিনা দায়িত্ব নেন স্কালোনি। ক্যারিয়ারে সেই প্রথম কোনো জাতীয় দলের মূল কোচের দায়িত্ব পান তিনি। শুরুতে তাকে নিয়োগ দেওয়া নিয়ে অনেক সমালোচনা হলেও নিজেকে এই পদে যোগ্য প্রমাণে তিনি মোটেও সময় নেননি।
স্কালোনির কোচিংয়ে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকা জিতে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের সিংহাসনে ফেরার পর কাতারে জিতে নেয় বিশ্বকাপ শিরোপা। মাঝে জেতে ‘দা ফিনালিস্সিমা’ ট্রফিও।
কাতার বিশ্বকাপের পর স্কালোনির চুক্তি মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। আগামী বিশ্বকাপের বাছাইয়েও দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের তালিকায় শীর্ষে আছে তিনবারের বিশ্বকাপজয়ীরা।
এখন পর্যন্ত স্কালোনির কোচিংয়ে ৬৬ ম্যাচ খেলে আর্জেন্টিনার জয় ৪৮টি, ড্র ১২টি এবং হার মাত্র ৬টি।
