প্রধানমন্ত্রীর তহবিলে চবি শিক্ষকদের একদিনের বেতন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ১ দিনের বেতন কর্তন করে সাম্প্রতিক সময়ের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তারা এই টাকা প্রধানমন্ত্রীর তহবিলে জমা দিয়েছেন, যার পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা। বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি চেকের মাধ্যমে এই টাকা হস্তান্তর করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধানমন্ত্রীকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে একটি প্রোট্রেইট উপহার দেন এবং দারিদ্যের উপর বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা গ্রন্থও এ সময়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতনের চেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছি। মাননীয় প্রধানমন্ত্রী চেক গ্রহণ করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন।