সিইপিজেডে বেতনের দাবিতে বিক্ষোভ, পরে শান্ত

চট্টগ্রাম: চট্টগ্রাম আমদানি-রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নির্ধারিত দিনে বেতন না পেয়ে বিক্ষোভ করেছে চিটাগাং ফ্রেন্ডস অ্যাপারেলস নামে একটি কারখানার শ্রমিকরা।

সোমবার সকাল ১০টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) হারুনুর রশিদ হাজারী জানান, চিটাগাং অ্যাপরেলস নামে একটি কারখানার শ্রমিকরা রোববার নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় বিক্ষোভ করে। পরে বেপজা কর্তৃপক্ষ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুলিশ। এরপর মালিক পক্ষ বেতন পরিশোধ করা শুরু করলে পরিস্থিতি শান্ত হয়।