
ঢাকা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন পাননি একাদশ সংসদের ৭১ জন এমপি। চূড়ান্ত প্রার্থীদের তালিকায় দেখা যায়, একাদশ জাতীয় সংসদের ৭১ জন এমপির নাম বাদ দেওয়া হয়েছে।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে ২৯৮ সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি।
বাদ পড়া সংসদ সদস্যরা হলেন-
পঞ্চগড়-১ মজাহারুল হক প্রধান, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান, কুড়িগ্রাম-৩ এম এ মতিন, কুড়িগ্রাম-৪ জাকির হোসেন, গাইবান্ধা-৪ মনোয়ার হোসেন চৌধুরী, বগুড়া-৫ হাবিবর রহমান, নওগাঁ-৩ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ মনসুর রহমান, সিরাজগঞ্জ-২ হাবিবে মিল্লাত, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ মেরিনা জাহান কবিতা, পাবনা-৪ নুরুজ্জামান বিশ্বাস, মেহেরপুর-২ সাহিদুজ্জামান খোকন, ঝিনাইদহ-৩ শফিকুল আজম খান, যশোর-২ নাসির উদ্দিন, যশোর-৪ রণজিত কুমার রায়, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, বাগেরহাট-৪ আমিরুল আলম মিলন, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-৬ আক্তারুজ্জামান বাবু, সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ এস. এম. জগলুল হায়দার, বরগুনা-২ শওকত হাচানুর রহমান রিমন, বরিশাল-২ শাহে আলম, বরিশাল-৪ পংকজ নাথ।
টাঙ্গাইল-৩ আতোয়ার রহমান খান, টাঙ্গাইল-৪ মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ জোয়াহেরুল ইসলাম, জামালপুর-১ আবুল কালাম আজাদ, জামালপুর-৪ মুরাদ হাসান, জামালপুর-৫ মোজাফফর হোসেন, শেরপুর-৩ এ কে এম ফজলুল হক, ময়মনসিংহ-৩ নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৫ কেএম খালিদ বাবু, ময়মনসিংহ-৯ আনোয়ারুল আবেদীন খান, নেত্রকোণা-১ মানু মজুমদার, নেত্রকোণা-৫ ওয়ারেসাত হোসেন বেলাল, কিশোরগঞ্জ-২ নূর মোহাম্মদ, মানিকগঞ্জ-১ নাইমুর রহমান দুর্জয়, ঢাকা–৫ কাজী মনিরুল ইসলাম মনু, ঢাকা-৭ হাজী সেলিম, ঢাকা-১০ শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা-১১ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৩ সাদেক খান, ঢাকা-১৪ আগা খান মিন্টু, গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ, নরসিংদী-৩ জহিরুল হক ভূঁইয়া মোহন।
ফরিদপুর-১ মঞ্জুর হোসেন বুলবুল, ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন, সুনামগঞ্জ-১ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ জয়া সেনগুপ্ত, সিলেট-৫ হাফিজ আহমেদ মজুমদার, মৌলভীবাজার-৩ নেছার আহমদ, হবিগঞ্জ-১ গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ-২ আব্দুল মজিদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ এবাদুল করিম বুলবুল, কুমিল্লা-১ মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, কুমিল্লা-৮ নাছিমুল আলম চৌধুরী, চাঁদপুর-১ মহিউদ্দীন খান আলমগীর, চাঁদপুর-২ নূরুল আমিন রুহুল, নোয়াখালী-৬ বেগম আয়েশা ফেরদাউস, চট্টগ্রাম-১ মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৪ দিদারুল আলম, চট্টগ্রাম-১২ সামশুল হক চৌধুরী ও কক্সবাজার-১ জাফর আলম।
এর আগে সকালে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় মনোনয়নপ্রত্যাশীদের বেশকিছু নির্দেশ দেন ক্ষমতাসীন দলের প্রধান।
গত ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।
গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। দলটির সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বোর্ডের সভায় বাকি মনোনয়নপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
