চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ২০ হাজার ইয়াবা ও একটি কাভার্ডভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাত ৪টার দিকে বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ফয়সাল ওরফে মামুন (২৯) নোয়াখালীর পশ্চিম মাইজদী এলাকার মো. সেলিমের ছেলে।
র্যাক-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক খাইরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটি থামিয়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে ফয়সালকে আটক করে। পরে সেখান থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ গাড়ী চালানোর আড়ালে অবৈধভাবে ইয়াবা ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি টাকা।
