রাশিয়ার যুদ্ধবিমান কিনছে ইরান


আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সশস্ত্র বাহিনী সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান সহ বেশ কয়েকটি রুশ বিমান কিনতে যাচ্ছে। এ বিষয়ে একটি চুক্তিও চূড়ান্ত করেছে রাশিয়া ও ইরান। তেহরান এবং মস্কো ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ে তোলার পর এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। রয়টার্স ও তাসনিম নিউজ এজেন্সি এ খবর দিয়েছে।

তবে রাশিয়ান কর্তৃপক্ষ এ যুদ্ধবিমান কেনার বিষয়টি নিশ্চিত করেছে কিনা- সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তাসনিম নিউজ এজেন্সি।

এখন ইরানের বিমান বাহিনীর কাছে মাত্র কয়েক ডজন যুদ্ধবিমান আছে। যার মধ্যে রয়েছে কিছু রুশ জেট এবং পুরনো মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের এ বিমানগুলো ১৯৭৯ সালের আগে কেনা।

এ বিষয়ে বার্তা সংস্থা তাসনিমকে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহদি ফারাহি জানিয়েছেন, ইরানের সেনাবাহিনীর জন্য রাশিয়ার কাছ থেকে সুখোই এস-৩৫ যুদ্ধবিমান, মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।

ফারাহি বলেন, এসব সামরিক বিমান ইরানে আনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এগুলো তেহরানের কাছে সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানের এই জেনারেল বলেন, সামরিক হেলিকপ্টারের সংখ্যার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান সবচেয়ে শক্তিশালী। এসব হেলিকপ্টারের গুণগত মানও কয়েক দফায় শক্তিশালী করা হয়েছে বলে তিনি জানান।

একজোড়া স্যাটার্ন টার্বোফ্যান ইঞ্জিনের দ্বারা চালিত এসইউ-৩৫ যুদ্ধবিমান ৪০০ কিলোমিটার দূরের উড়ন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। সেইসঙ্গে এটি ৩০টি উড়ন্ত লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে এবং সেগুলোর মধ্যে আটটিতে একসঙ্গে আঘাত হানতে পারে।

এছাড়া, ‘নাইট হান্টার’ নামে পরিচিত মিল এমআই-২৮ অ্যাটাক হেলিকপ্টারের গতি ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার এবং এটি আড়াই হাজার অশ্বশক্তির দু’টি টার্বোশ্যাফ্ট ইঞ্জিন দিয়ে সজ্জিত।

অন্যদিকে ইয়াক-১৩০ হলো একটি দুই-সিটের সাবসনিক প্রশিক্ষণ বিমান। এছাড়া এটাকে হালাকা যুদ্ধবিমান হিসেবেও ব্যবহার করা যায়। এ বিমানটি মূলত রুশ ডিজাইনার ও নির্মাতা ইয়াকভলেভ তৈরি করেছেন।

এটি ৩,০০০ কেজি যুদ্ধাস্ত্রের ওজন বহন করে হালকা-আক্রমণ এবং শত্রু বিমান শনাক্ত করার দায়িত্ব পালন করতে পারে।

এছাড়া ২০১৮ সালে ইরান বলেছিল যে তারা তাদের বিমান বাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা কাউসার যুদ্ধবিমান উৎপাদন শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এ যুদ্ধবিমানটি এফ-৫ এর একটি কার্বন কপি, যা প্রথম ১৯৬০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে উত্পাদিত হয়েছিল।

সূত্র : রয়টার্স, প্রেস টিভি