গোয়েন্দা পুলিশের উত্তর ও দক্ষিণ জোনের ডিসি মোয়াজ্জেম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) জোনের উপকমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মোয়াজ্জেম হককে।

সোমবার সকালে এ আদেশ দেন সিএমপি কমিশনার মোঃ ইকবাল বাহার।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, নগর গোয়েন্দা পুলিশের চার জোনের (পশ্চিম ও বন্দর, উত্তর ও দক্ষিণ) দায়িত্ব আগে উপকমিশনার মোকতার হোসেন স্যারের উপর ছিল। তবে কমিশনার স্যার সোমবার এক আদেশে সিটিএসবির উপকমিশনারের পাশাপাশি গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) জোনের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন মোয়াজ্জেম হক স্যারকে।

প্রসঙ্গত গত ৫ জুন সকালে নগরীর জিইসি মোড়ে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তদন্তের মূল দায়িত্বে রয়েছে নগর গোয়েন্দা পুলিশ। তবে দীর্ঘ ৮দিন পার হলেও এখনো এ খুনের রহস্য উদঘাটিত না হওয়াসহ নানা করছে সমালোচনার মুখে রয়েছেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম ও বন্দর) মোকতার হোসেন। এ অবস্থায় তার ক্ষমতা খর্ব করা হল।