চট্টগ্রাম: প্রতিবন্ধিদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন করে তাদের পূর্নবাসনে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার দুপুরে নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিবন্ধিদের মাঝে সুবর্ন স্মার্ট কার্ড ও ভাতার পাশবই বিতরণকালে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, পরিসংখ্যান মতে চট্টগ্রাম শহরে প্রায় ৫৮ হাজার প্রতিবন্ধি বসবাস করে। এরমধ্যে ১হাজার ৮৬৬ জনের ভাতার পাশ বই এবং ৯হাজার ৬৫৭ জনকে সূবর্ন স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধিদের মাসিক ৫শ টাকা ভাতা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্মার্টকার্ড ধারী প্রতিবন্ধিদের প্রাথমিক শিক্ষার জন্য মাসে চারশ, মাধ্যমিক শিক্ষার জন্য পাঁচশ, উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য ছয়শ, ¯œাতক শিক্ষার জন্য সাতশ এবং বিশ্ববিদ্যালয়সহ উচ্চ শিক্ষার জন্য মাসিক ১২’শ টাকা শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে।
প্রতিবন্ধিদের অভিশাপ মনে না করে তাদের প্রতি সদয় হয়ে দেখাশুনার আহবান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. শফিউল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সমাজ কল্যাণ স্থায়ী কমিটির সভাপতি হাবিবুল হক, ২৫নং রামপুরা ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ উল্লাহ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক বন্দনা দাশ, লায়ন রফিক আহম্মদ, লায়ন মোরশেদ হোসেন, সহকারী পরিচালক ফরিদুল আলম, সমাজ সেবা কর্মকর্তা কামরুল পাশা ভূইয়া।
