চট্টগ্রামে বিদ্যুৎ স্টেশনে আগুন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার এগারো মাইল এলাকায় স্টেশনের বুস্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।