থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে নিয়ন্ত্রণ হারানো একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার পর ১৪ যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত পরিবহন কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে।

মঙ্গলবার দুপুররাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চলীয় প্রাচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে, জানিয়েছে রয়টার্স। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম থাইপিবিএস জানিয়েছে, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুই ভাগে ভাগ হয়ে যায়।

উদ্ধার কর্মীরা বাসটির দুমড়ে মুচড়ে যাওয়ার অংশে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করেছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে বাসটি দুর্ঘটনায় পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে।