চট্টগ্রাম : মিরসরাইয়ে অবরোধের সমর্থনে ভোরে ঝটিকা মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার বারইয়ারহাট উত্তর বাজার এলাকায় দলটির নেতাকর্মীরা ব্যানার নিয়ে দুই মিনিটের ঝটিকা মিছিল করে আবার উধাও হয়ে যায়।
জানা গেছে, দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন দলের একাংশের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল বের করেন।
এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
এ বিষয়ে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, এ ধরনের কোনো ঝটিকা মিছিলের খবর আমরা পাইনি। খবর নিচ্ছি।