চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুতের সাব-স্টেশনে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ। রোববার এই তথ্য জানিয়েছেন পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কান্তি দাশ।
তিনি বলেন, সাব-স্টেশনে আগুন লাগার ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য ঢাকার প্রধান কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে প্রধান করে তিনজনকে সদস্য করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, টেকনিক্যাল ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কি ধরনের টেকনিক্যাল ত্রুটি ছিল ওই বিষয়টি তদন্ত কমিটি খুঁজে বের করবে।
তদন্ত কমিটিতে কারা আছেন- প্রশ্নে পিডিবির এই প্রকৌশলী বলেন, এখন পর্যন্ত আমার হাতে এ সংক্রান্ত কাগজপত্র এসে পৌঁছায়নি।
এর আগে শনিবার রাত সোয়া ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর এগার মাইল এলাকায় বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকান্ড হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় চট্টগ্রাম নগর, হাটহাজারী ও ফটিকছড়ি এবং পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায়। এসব এলাকায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা বিদ্যুৎ সঞ্চালন বন্ধ ছিল। এরপর বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সঞ্চালন চালু করা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধানের কাজ চলছে।
