
চট্টগ্রাম : চট্টগ্রামে কারাবন্দি বিএনপি নেতাকর্মীর বাসাবাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিয়েছেন দলটির স্থানীয় নেতারা। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর কারাবন্দি নেতাকর্মীর বাসায় বিভিন্ন উপহারসামগ্রী পাঠান।
আজ শুক্রবার জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম মহানগরের সহপ্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধি দলে ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আইনজীবী এনামুল হক এনাম, ড্যাব নেতা ডা. ওমর ফারুক পারভেজ, ড্যাব চমেক হাসপাতাল শাখার সহসাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান, বিএনপি নেতা মুজিব উদ দৌলা বাচ্চু, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম মহানগরের সহপ্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খান, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের প্রচার ও প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত মঈনদ্দীন খান রাজীব প্রমুখ।
