চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের হাতে ত্রাণ দেওয়ার মাধ্যম হিসেবে জেলা প্রশাসনকে ব্যবহার করলে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, মিয়ানমার থেকে এ পর্যন্ত চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সীমান্ত এলাকায় আরো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে। ত্রাণ দেওয়ার মাধ্যম হিসেবে জেলা প্রশাসনকে ব্যবহার করলে কয়েকদিনের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে।
রোহিঙ্গাদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করায় বিশ্ববাসী জেনে গেছে বাঙালী কতটা মানবিক। রোহিঙ্গাদের সর্বাত্মক সহযোগিতার জন্য স্থানীয় সরকার বিভাগের সবার প্রতি নির্দেশনা দিয়েছি।
সভায় জানানো হয়, কক্সবাজারের উখিয়ায় দুই হাজার একর নির্ধারিত স্থানে রোহিঙ্গাদের জন্য সাময়িকভাবে বাসস্থান তৈরির কাজ শুরু করেছে সরকার। ১৪ হাজার শেল্টারে ছয়টি ইউনিটের মাধ্যমে এসব রোহিঙ্গাকে সেখানে রাখা হবে। প্রতি শেল্টারে ছয়টি পরিবারকে পুনর্বাসন করা হবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে। এসব সংরক্ষণের জন্য ১৪টি ওয়্যারহাউস নির্মাণের কথা জানানো হয় সভায়।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান, শংকর রঞ্জন সাহা, জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বক্তব্য দেন।
