সৈয়েদা ফাতেমা পিংকী, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে গ এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।
গ ইউনিটে ভর্তিচ্ছু মোট ২৯ হাজার ৩১৩ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৮ হাজার ২৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ১৬৮ জন উত্তীর্ণ হয়েছে। গ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ২৫০টি। গত শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পাশকৃত ১ থেকে ১২৫০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০১৭ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে বলা হয়েছে।
ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
চ-ইউনিটে ভর্তিচ্ছু মোট ১৩৫টি আসনের জন্য ১১ হাজার ৭৪ জন সাধারণজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে।
এরমধ্যে যুগ্ম অবস্থান থাকায় মোট ১ হাজার ৫৫২জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। চ-ইউনিটের অংকন পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল জানা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।
