‘সরকারের একগুঁয়েমি দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে’


চট্টগ্রাম : সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরের গোল পাহাড় মোড়, ওআর নিজাম রোড ও প্রবর্তক মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা।

সমাবেশে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘একতরফাভাবে নির্বাচন করে নির্বাচন কমিশন এখন জনগনের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী সরকারের একগুঁয়েমি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তাদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন হওয়া সম্ভব নয়। কারন সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসাবে কাজ করছে। অবৈধ নির্বাচন কমিশনাররা ইসিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে। মানুষের সাংবিধানিক অধিকারেও হস্তক্ষেপ করতে চাচ্ছে কমিশনাররা। ইসির সভা সমাবেশ বন্ধের সিদ্ধান্ত নজিরবিহীন ও গণবিরোধী।’

আবুল হাশেম বক্কর বলেন, ‘আওয়ামী লীগ দেশে একদলীয় নির্বাচন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে, আর ইসি তাতে শেষ পেরেক ঠুকতে চাচ্ছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। কোনোভাবেই জনগণের আন্দোলন দমানো যাবে না। অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। আজকে সরকারের মন্ত্রী এমপিরা এতো বড় বড় কথা বলেন কিন্তু সুষ্ঠু নির্বাচনের কথা শুনলে তারা আতঙ্কিত হয়ে যান। তারা রাষ্ট্র শক্তিকে ব্যবহার করছে, যাতে কেউ সুষ্ঠু নির্বাচনের দাবি না জানায়।’

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, মহানগর যুবদলের সি. যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুবদলের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দীন কাদের আসাদ, সালাউদ্দীন শাহেদ।