কালের কন্ঠের সাবেক চবি প্রতিনিধিকে রড দিয়ে পেটাল ছাত্রলীগ

চট্টগ্রাম: দৈনিক কালের কন্ঠের সাবেক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি কিংশুক পার্থকে রড দিয়ে পিটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে এ এফ রহমান হলের ক্যান্টিনে এ ঘটনা ঘটে ।

আহত কিংশুক পার্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গুরতর আহত পার্থকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনে পার্থ’র সাথে বগিভিত্তিক সংগঠন সিএফসি’র কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর বাকবিতন্ডা হয় । এক পর্যায়ে তারা পার্থকে রড দিয়ে আঘাত করে গুরতর জখম করে।

অভিযুক্তরা ক্যাম্পাসে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতারজ্জামান বলেন, এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ আমরা পেয়েছি। আমরা অভিযুক্তদের খুঁজছি ।