
চট্টগ্রাম : চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে সুযোগ দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নেওয়ার ফলে দলের ত্যাগী নেতাকর্মীদের সম্মান বেড়েছে। এমপি প্রার্থীরা এখন কর্মীর কাছে ধর্ণা দিচ্ছেন। অথচ নতুন নতুন মানুষ, এমপিদের আত্মীয়স্বজন, অতিউৎসাহীদের কারণে ত্যাগী নেতাকর্মীরা ছিলেন অবহেলিত, কোণঠাসা। অনেক পুরানো প্রবীণ নেতাদের কোনো মূল্যায়ন ছিল না। যেসব জনপ্রতিনিধি ত্যাগীদের সম্মান করেননি, এ নির্বাচনে তাদেরকে না বলুন।’
শুক্রবার (২২ ডিসেম্বর) নগরের ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে পাড়ায় পাড়ায় গণসংযোগকালে পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
গণসংযোগ শুরুর আগে তিনি চৌমুহনী মোড়ে হাজি আনু মিয়া সওদাগর মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে সেখানে দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর তিনি চৌমুহনী, চৌমুহনী বাজার, শেখ মুজিব রোড, পান্না পাড়া, বেপারী পাড়া, শান্তিবাগ এলাকার প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ঘরে ঘরে গিয়ে কেটলি মার্কায় ভোট চান।
এসময় তিনি ৭ জানুয়ারি নির্বাচিত হলে জনগণের খেদমত করবেন বলে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন— জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, চৌমুহনী আনু মিয়া মসজিদের ইমাম মাওলানা মো. ইসমাঈল, ক্বারী মোহাম্মদ ইসমাঈল, শহিদুল ইসলাম, শফিউল আলম, দেলোয়ার হোসেন দেলু, মোহাম্মদ ইসমাঈল খোকন চক্রবর্তী, রাশেদ চৌধুরী ও কাজী আব্বাস উদ্দীন প্রমুখ।
