আজ বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ


ঢাকা : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জন এবং চলমান অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানী ঢাকাসহ সারাদেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করেছে বিএনপি।

একই সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম ও পিপলস পার্টি ও লেবার পার্টি এবং জামায়াতে ইসলামী ও এবি পার্টিসহ সমমনা দল ও জোট এ কর্মসূচি পালন করে।

রাজধানীতে পৃথকভাবে তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। গত বৃহস্পতিবার দেশব্যাপী শুরু হওয়া তিন দিনের এ কর্মসূচি গতকাল শনিবার শেষ হয়েছে। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোটারদের প্রতি ভোট বর্জনের আহ্বান জানান সরকারবিরোধী এসব দলের নেতারা।

এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, সরকারের পদত্যাগসহ একদফা এবং নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আজ রবিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো। এই কর্মসূচি শেষে নতুন কর্র্মসূচি ঘোষণা করবে বিএনপিসহ আন্দোলনরত দলগুলো।

দলের নীতিনির্ধারণী ফোরামের সূত্রে জানা যায়, নতুন করে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হবে।