‘নৌকার জোয়ারে সকল অপশক্তি পরাজিত হবে’


চট্টগ্রাম : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম. আবদুল লতিফের সমর্থনে মহানগর যুবলীগের উদ্যোগে নগরীর ২৭ এবং ৩৬ নং ওয়ার্ড যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) রাতে আগ্রাবাদ জাম্বুরী মাঠ প্রাঙ্গণে মো. আকতার হোসেনের সভাপতিত্বে ও মাইন উদ্দীন জুয়েল এবং ইমতিয়াজ বাবলার সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. আবদুল লতিফ, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগ্রামী সহ সভাপতি দেবাশীষ পাল দেবু।

এতে উপস্থিত ছিলেন- ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ মোল্লা, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহম্মদ চৌধুরী সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক রাজিব হাসান রাজন।

আরও উপস্থিত ছিলেন- সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং যুব সংগঠক মহানগর যুবলীগ মারুফ আহম্মদ সিদ্দিকী, মো. ইসমাইল, মেহেদী হাসান জুয়েল, কাজী মো. আরিফ, মো. সরোয়ার হোসেন, টিপু খান, আমির হোসেন জুয়েল, জিৎকর বাবু, মোশাররফ আলী শাপলু, আলী নূর রুবেল, নূর এলাহী সানি, বিভু দেবনাথ, মো. আরমান, সৈয়দ সুুলতান ফাহিম, মো. শোয়েব, মো. বেলাল, শহিদুল্লাহ শহিদ, মনির হোসেন, শাহিনুর আক্তার, বিবি মরিয়ম, মল্লিকা বিশ্বাস, চন্দ্রিকা ভৌমিক, জাহাঙ্গীর হোসেন, রিয়াজুন নবী রাহী, তোফায়েল আহম্মদ, মাইনুল হাসান কপিল, সোলেমান জিকু, শোভন , অভি, কায়সার অভি, রাকিব, দিপু, স্বাধীন, মোবারক, নাজিম, সাইদুল, আলী, অজিত দাশ প্রমুখ।

বক্তারা বলেন, বন্দর-পতেঙ্গা এলাকায় বিগত দিনে এম এ লতিফ যে উন্নয়ন করেছেন তা আগামী ৭ জানুয়ারি অত্র এলাকার জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রমাণ করবেন। কোনো তন্ত্র-মন্ত্র কাজে আসবে না এবং নৌকার বিজয় ঠেকাতে পারবে না, নৌকার জোয়ারে সকল অপশক্তি পরাজিত হবে।