শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে কাপড়ের বাজার মনিটরিংয়ে নামছে জেলা প্রশাসন

| প্রকাশিতঃ ১৪ জুন ২০১৬ | ৬:৫৪ অপরাহ্ন

চট্টগ্রাম: বুধবার থেকে কাপড়ের বাজারে মনিটরিংয়ে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে নামবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রামের কাপড় ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, কাপড় কেনার পাইকারী রশিদ কাপড়ের দোকানে রাখতে হবে। ব্যবসায়ীদের হয়রানি করার জন্য নয়। আপনাদের ম্যাসেজ দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। যদি হঠাৎ মোবাইল কোর্ট পরিচালনা করি, তাহলে ব্যবসায়ীরা বলবেন আমাদের আগে সচেতন করা হয়নি। কারো হাতে হাতকড়া পড়াতে চাই না। জনগনকে হয়রানি করার কোন সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, রমজান মাসে বাজার মনিটরিং করার কারণে নাগালের মধ্যে ছোলা চিনিসহ সকল ভোগ্যপণ্য পাওয়া যাচ্ছে। এখন ফরমালিন মুক্ত আম খেতে পারছে মানুষ। ব্যবসায়ীদের বলি, ব্যবসা স্বচ্ছল করতে হলে মুনাফা সীমিত করতে হবে। কাপড়ের দাম স্থিতিশীল না রাখার আহ্বান জানাচ্ছি।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. অনুপম সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মমিনুর রশীদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, ক্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসাইন, বিপণি বিতান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ছগীর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খাইরুল ইসলাম ককসি, টেরিবাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল, দোকান মালিক সমিতির সালেহ আহমদ সোলেমান প্রমুখ উপস্থিত ছিলেন। তবে সভায় অভিজাত বিপণী বিতান মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ীরা উপস্থিত না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্যাব নেতারা।