শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

জেএমবি সদস্য বুলবুল পাঁচদিনের রিমান্ডে

| প্রকাশিতঃ ১৪ জুন ২০১৬ | ৩:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: কারাবন্দি জেএমবি সদস্য ফুয়াদ ওরফে মোঃ বুলবুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ এ আদেশ দেন।

গ্রেফতারের পর বুলবুলকে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছিল নগর গোয়েন্দা পুলিশ। এর আগেও কয়েকবার বুলবুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, ২০১৫ সালের ২৫ মে বাকলিয়া থানার সৎসঙ্গ আশ্রম সংলগ্ন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ মামলায় জেএমবি সদস্য বুলবুলকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত ২০১৫ সালের ৫ অক্টোবর বুলবুলসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের এডিসি বাবুল আক্তারের নেতৃত্বে একটি টিম। বাবুল আক্তারকে হত্যার কথা লিখে কারাগার থেকে পাঠানো বুলবুলের একটি চিঠি সম্প্রতি উদ্ধার করে পুলিশ। এরপর ওই চিঠির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলাকালীন সময়েই বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের ঘটনা ঘটে। এসব বিষয় নিয়ে বর্তমানে অনুসন্ধানে নেমেছে পিবিআই।