বিএনপি রোহিঙ্গা ইস্যুতে অসুস্থ রাজনীতি করছে : ইনু

বাসস : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি রোহিঙ্গা ইস্যুতে অসুস্থ রাজনীতি করছে। তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতেই তারা এটি করেছে।

হাসানুল হক ইনু আজ রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে জাসদ জাতীয় কমিটির সভায় সভাপতির প্রারম্ভিক বক্তৃতায় এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া ও তার দল বিএনপি তাদের হীন রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গাদের ক্ষতিগ্রস্ত করছে। শিরীন আখতার এমপি, রবিউল আলম, প্রফেসর ড. আনোয়ার হোসেনসহ দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

ইনু বলেন, সরকার দেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে জঙ্গি ও সন্ত্রাসবাদ সফলভাবে মোকাবেলা করেছে।

তিনি রোহিঙ্গা ইস্যুতে যে কোন অশুভ উদ্যোগ সম্মিলিতভাবে প্রতিহত করতে জনগণের প্রতি আহবান জানান।