রোগী ভর্তি করায় দুই ফিজিওথেরাপি সেন্টার বন্ধের নির্দেশ


চট্টগ্রাম : রোগী ভর্তি করায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশে অবস্থিত দুটি ফিজিওথেরাপি সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন সেন্টার দুটি পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন।

সংশ্লিষ্টরা জানান, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগী ভর্তি করার সুযোগ নেই। কিন্তু নগরীর পাঁচলাইশ এলাকার প্রচেষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার ও চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টারে রোগী ভর্তি রেখে দীর্ঘদিন আইন বহির্ভূত কাজ করছেন প্রতিষ্ঠান দুটির মালিকপক্ষ।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মহিউদ্দিন সেন্টার দুটি পরিদর্শনে এসে ভর্তি রোগী দেখতে পান।

তিনি বলেন, পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করেছি। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া রোগী ভর্তির দায়ে প্রতিষ্ঠান দুটিকে ২৪ ঘন্টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় ডেপুটি সিভিল সার্জনসহ ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।