চট্টগ্রাম: নানা অপরাধের দায়ে ৯টি নৌযানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম বন্দরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন।
জরিমানা করা জাহাজগুলো হল- এমটি আরজু, এমভি চর স্যামাইল, এমভি প্রিন্স অব স¤্রাট, ওটি শ্রাবন্তি-১, এমটি ফরিয়াদ-৫, আতীক-৫, এমভি সাড়া-২, এমভি পদ্মা পাড়-১ ও এমভি সামিরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকেয়া পারভীন জানান, চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রতিবন্ধকতা সৃষ্টি, মাস্টারবিহীন জাহাজ চালানো, নিরাপত্তা সরঞ্জাম না থাকা, অতিরিক্ত পণ্য বোঝাইসহ বিভিন্ন অপরাধে ৯টি নৌযানকে জারিমানা করা হয়েছে। এছাড়া বন্দরের বকেয়া পাওনা (বার্থিং বিল) ৭০ হাজার ৮৯০ টাকা আদায় করা হয়।
