চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে তিন হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকালে কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই দুইজন হলেন- উখিয়া কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা মো. ইলিয়াছ (২২) ও টেকনাফের লেদা শরণার্থী শিবিরের বাসিন্দা মো. হাসান (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তিন হাজার ইয়াবা পুটলি করে পেটের ভেতরে করে নিয়ে আসার কথা জানান। ইয়াবাগুলো টেকনাফ থেকে তারা নিয়ে এসেছেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা হবে।
