আইন অঙ্গনে আলো ছড়াচ্ছে ইউআইটিএসের আইন বিভাগ : ইআবি ভিসি


ঢাকা : আইন অঙ্গনে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইন বিভাগ আলো ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বারিধারার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ওপেন গ্যালারিতে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গেস্ট অফ অনারের বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, আধ্যাত্মিক জগতের মুরব্বি, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ সুফি মিজান কর্তৃক প্রতিষ্ঠিত ইউআইটিএস এর আইন বিভাগের শিক্ষার্থীরা আইন অঙ্গনে আলো ছড়াচ্ছে। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য ছিলাম। দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছিল। এই প্রতিষ্ঠানের কর্ণধার শিক্ষাবিদ সুফি মিজানুর রহমান একজন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তিনি যেভাবে অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন, সমানতালে শিক্ষা জগতেও আলো ছড়িয়ে দিচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশে প্রথম আইটি ভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, একুশে পদক পাওয়া, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো. জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম।

ইউআইটিএস এর উপাচার্য প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউআইটিএস আইন বিভাগের প্রধান রোস্তোমা বেগম চৌধুরী, আইন অনুষদের ডিন ও আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া, ঢাবির স্যার এএফ রহমান হলের প্রভোস্ট ও ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, ইউআইটিএস এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ আলী হোসেন ও মোহাম্মদ আকতার পারভেজ।