বাসচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে সিইপিজেডের আট নম্বর সেক্টরের তিন নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত রুমা বেগম (৩২) নিউ এরা ফ্যাশন নামে ইপিজেডের একটি পোশাক কারখানায় প্রোডাকশন বিভাগের সিনিয়র অপারেটর ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে একটি বাস রুমাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসসহ চালককে পুলিশ আটক করেছে।