চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুতুনগঞ্জে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিতে গিয়ে আটক হয়েছেন শাহ আলম (৩৮) নামের এক ছিনতাইকারী। বুধবার দুপুরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের খাতুনগঞ্জ শাখার সামনে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার এএসআই সাইফুল আজাদ জানান, টেরিবাজারের কাপড় ব্যবসায়ী মো. সেলিম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে এক লাখ টাকা তুলে রাস্তায় আসা মাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় এক ছিনতাইকারীকে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। এসময় তাৎক্ষণিক আশপাশের মানুষ এগিয়ে আসে। এতে ছিনতাকারী দলের তিনজন পালিয়ে গেলেও মাটিতে পড়ে যাওয়া একজনকে ধরে ফেলে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করে ব্যবসায়ীরা।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, আটক শাহ আলমের কাছ থেকে ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের ব্যাপারে জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
