সেবা শতভাগ নিশ্চিত করা কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক দায়িত্ব : মেয়র নাছির

চট্টগ্রাম: নাগরিক দায়বদ্ধতা থেকে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ মন্তব্য করেন।

তিনি বলেন, তার কাছে দাবী পেশ করার কোন প্রয়োজন নেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করাই তার নৈতিক দায়িত্ব বলে কর্মচারীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে যাচ্ছেন। মেয়র পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরীর প্রয়োজনীয় কার্যক্রম সততার সাথে প্রতিনিয়ত সম্পাদনের জন্য কর্মচারীদের উদ্ভুদ্ধ করার আহবান জানান।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী বেতনভাতা নগরবাসীর পৌরকরের মাধ্যমে পরিশোধ করা হয়। নাগরিক দায়বদ্ধতা থেকে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক দায়িত্ব।

সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগ (সিবিএ) এর সকল সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠিত সংগঠনের সভাপতি ফরিদ আহমদ এবং সাধারন সম্পাদক মোরশেদুল আলম চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়; এই কমিটির নেতৃবৃন্দ মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।

এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীন সিবিএ নেতৃবৃন্দকে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য কর্মচারীদের সঠিকভাবে সততার সাথে দায়িত্ব পালন করার দিক নির্দেশনা দেয়ার পরামর্শ দেন। তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার পরামর্শ দেন। মতবিনিময়ে সিবিএ নেতৃবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সব ধরনের স্বার্থ সংরক্ষণ এবং নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময়ে সিবিএ’র নবনির্বাচিত সভাপতি ফরিদ আহমদ, সাধারন সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাহিদুল আলম চৌধুরী, সহ সভাপতি রূপন দাশ, মো. ইয়াছিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান ও বিপ্লব কুমার চৌধুরী, সহ সম্পাদক রতন দত্ত, সাংগঠনিক সম্পাদক আবুল মাসুদ, আইন সম্পাদক ফরিদ আহমদ, অর্থ সম্পাদক তারেক সুলতান, সহ প্রচার সম্পাদক রতন শীল, সহ দপ্তর সম্পাদক ওয়াহিদুল আজিম সোহেল, সমাজসেবা সম্পাদক বাবুল কান্তি সেন, মহিলা সম্পাদিকা নমিতা রানী বিশ্বাস ও নির্বাহী সদস্য এলেন মুন্সি উপস্থিত ছিলেন।