চবিতে ধারালো অস্ত্র ও গাঁজা সেবনের উপকরণ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ৩০টি ধারালো অস্ত্র এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ সিলগালাও করে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আখতারুজ্জামান জানান, শহীদ আবদুর রব হলে অভিযানের সময় বেশ কয়েকটি কক্ষ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে। গাঁজা সেবনের কিছু উপকরণ জব্দ করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।