ইসরাইলকে ১৭৬০ কোটি ডলার সহায়তার প্রস্তাব মার্কিন পার্লামেন্টে বাতিল


আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরাইলকে ১৭৬০ কোটি ডলার সহায়তা প্রস্তাবের বিল ঠেকিয়ে দিয়েছে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভ তথা প্রতিনিধি পরিষদ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে বিলটি পার্লামেন্টে উত্থাপিত হয়। বিলটি উত্থাপন করে বিরোধী দল রিপাবলিকান পার্টি। তবে দলটির ১৪ জন পার্লামেন্টারিয়ান বিলের বিপক্ষে ভোট দিয়েছে।

অন্যদিকে উভয়কক্ষের সংখ্যাগরিষ্ঠ (ক্ষমতাসীন) ডেমোক্র্যাটরা বিলের বিরোধীতা করেছে। তারা দাবি করছে— শুধু ইসরাইলকে নয় বরং, তারা আরও বড় ব্যাপ্তিতে সহায়তার প্রস্তাব চায়- যার অধীনে ইউক্রেন, আন্তর্জাতিক মানবিক তহবিল এবং সীমান্ত নিরাপত্তার জন্যও অর্থ বরাদ্দ থাকবে। তবে ৪৬ জন ডেমোক্র্যাট সদস্য বিলের পক্ষে ভোট দিয়েছেন।

৪৩৫ সদস্য বিশিষ্ট মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি পাশের জন্য প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু ২৫০ জন সদস্য বিলের বিপক্ষে ভোট দেন এবং পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য। তবে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রতিনিধিরাই পক্ষে-বিপক্ষে ভোট দিয়েছেন।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের সদস্য ২২০ জন এবং রিপাবলিকানদের সদস্য ২০৯ জন।

ডেমোক্র্যাট দলের শীর্ষ সদস্য রোজা ডেলাউরো এক প্রতিক্রিয়ায় বলেন, এই মুহূর্তে শুধু ইসরাইলকে আর্থিক সহায়তা দেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের অনেক মিত্র-অংশীদারদের কাছে দেশটির নেতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। আমরা চাই আরও বৃহৎ পরিসরে সহায়তা বিল আসুক। যার আওতায় ইউক্রেনসহ আন্তর্জাতিক মানবিক তহবিল এবং সীমান্ত নিরাপত্তার জন্যও অর্থ বরাদ্দ থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও শুধুমাত্র ইসরাইলকে সহায়তা দেওয়ার প্রস্তাবে ভেটো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিপরীতে উচ্চকক্ষ সিনেটে আনা বিলকে তিনি সমর্থন করেছিলেন। যেখানে সীমান্তে নিরাপত্তা জোরদারসহ ইউক্রেন ও ইসরাইলকে সহায়তা দেওয়ার কথা ছিল।