বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে চট্টগ্রাম

খেলাধুলা ডেস্ক : বিপিএলের মহা গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখামুখি হচ্ছে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় এই ম্যাচে হারলেই প্লে-অফের স্বপ্ন শেষ হতে পারে পরাজিত দলের। প্লে-অফের আগেই জহুর আহমেদ স্টেডিয়ামে অন্যরকম এক এলিমিনেটর ম্যাচ হতে হচ্ছে এনামুল হক বিজয়-শুভাগত হোমের দলের জন্য। এমন সমীকরনের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের শুভাগত হোম চৌধুরী। দুপুর দেডটার সময় শুরু হবে দুদলের বাঁচা-মরার ম্যাচটি।

বিপিএলে চট্টগ্রামের সমীকরণ একটাই। খুলনাকে হারাতে পারলেই নিশ্চিত হবে প্লে-অফ। তা না হলে, খুলনার শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে বন্দরনগরীর দলটির। সেখানেও রানরেটে খুলনাকে টপকে যাওয়ার অসাধ্য সাধন করতে হবে চট্টগ্রামের।

আর চট্টগ্রামকে হারাতে পারলে প্লে-অফ অনেকটা নিশ্চিত হয়ে যাবে খুলনার। কারণ শেষ ম্যাচে সিলেটের কাছে ১৩৯ রানের ব্যবধানে হারলেই কেবল প্লে-অফ থেখে বাদ পড়বে এনামুল বিজয়ের দল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, টম ব্রুস (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, শাহাদাত হোসন দিপু, শুভাগত হোম (অধিনায়ক), শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান ও সালাউদ্দিন শাকিল।

খুলনা টাইগার্স একাদশ
এভিন লুইস, এনামুল হক বিজয় (অধিনায়ক), শাই হোপ, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, ওয়েইন পারনেল, মুকিদুল ইসলাম, আরিফ আহমেদ, নাসুম আহমেদ ও জেসন হোল্ডার।