চট্টগ্রাম: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও ত্রাণ পাঠিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার সকাল পৌনে ৭টায় ওই ত্রাণ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে একটি উড়োজাহাজ। বাংলাদেশের পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান ত্রাণ গ্রহণ করেন।
তিনি বলেন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (ডিএফআইডি) থেকে পাঠানো এই চালানে ৮৫ দশমিক ০৮ টন ত্রাণ সামগ্রী রয়েছে। এর মধ্যে আছে এক হাজার ৪৭৮ তাঁবু, ২০ হাজার কম্বল এবং সাড়ে ১০ হাজার মাদুর (ঘুমানোর সামগ্রী)।
ডিএফআইডির লজিস্টিকস অফিসার মার্ক কুইন এবং চট্টগ্রামে আইওএম’র অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান খান ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিয়ানমারে নতুন করে দমন-পীড়নের মুখে গত এক মাসে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের মিত্র চীন ও ভারত রোহিঙ্গাদের দমনে দেশটির সরকারকে সমর্থন দিলেও পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর অন্ন-বস্ত্র-বাসস্থানের সংস্থানে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশ, রেডক্রস ও রেড ক্রিসেন্টের দেওয়া মোট এক হাজার ৪৮৬ টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে।
এর মধ্যে ভারত দুটি বিমান ও একটি জাহাজে ৮০৭ টন, চীন দুটি বিমানে ১১০ দশমিক ৫৩ টন, সৌদি আরব একটি বিমানে ৯৪ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান দুটি বিমানে ৬৮ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন ও মালয়েশিয়া একটি বিমানে ১২ টন, মালয়েশিয়ার রেড ক্রিসেন্ট ১০১ দশমিক ৫ টন, জাপানি রেডক্রস ১৮ দশমিক ৫ টন ত্রাণ পাঠিয়েছে। এছাড়া বৃহস্পতিবার যুক্তরাজ্যের পাঠানো ৯৮ টন ত্রাণবাহী প্রথম বিমানটি চট্টগ্রামে আসে। এ নিয়ে দুই দিনে মোট ১৮৩ টন ত্রাণ সামগ্রী পাঠাল যুক্তরাজ্য।
